সহজ ভাষায় ইউনিকাস্ট,মাল্টিকাস্ট,ব্রডকাস্ট সস্পকে ধারণা

১. ইউনিকাস্ট মোড(One To One Communication):

একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। অনেক প্রাপক এক সাথে ডেটা গ্রহণ করতে পারে না। 
নেটওয়ার্কের কোনো একটি নোড (কম্পিউটারপ্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র একটি নোডই গ্রহণ করে।

 নিচের চিত্রটি ভালভাব লক্ষ করুন আশাকরি খুব সহজেই বুঝতে পারবেন...............
1

২. মাল্টিকাস্ট মোড(One To Many):

নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করতে পারে না। শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সদস্য গ্রহণ করতে পারবে।


যেমন-ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে।
4
৩. ব্রডকাস্ট মোড(One To All Communication): 

নেটওয়ার্কের কোনো একটি নোড  থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করে। 

যেমন-টিভি সমপ্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সমপ্রচার করলে তা সকলেই দেখতে পারে। এজন্য একটি প্রেরক থেকে নেটওয়ার্কের অধীনে সকল প্রাপকই ডেটা গ্রহণ করতে পারে। 

নিচের চিত্রটি ভালভাব লক্ষ করুন আশাকরি খুব সহজেই বুঝতে পারবেন...............

3

আরো সহজভাবে বুঝার জন্য নিচের চিত্রটি দেখুন

ip-multicasting-5-638
ad728

Blog Archive

Subscribe

Breaking News

Beauty

Contact Form

Name

Email *

Message *

Post Top Ad

Recent Posts

Love to travel!

Travel

Trend This Month

Popular