কীভাবে সহজে ইংলিশ ভোকাবুলারি মনে রাখবেন??


আজ আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু দূর্দান্ত টিপস যা আপনাদের English Vocabulary বাড়াতে সাহায্য করবে 

1. পড়া পড়া পড়াঃ- পড়ার কোন বিকল্প নেই। যে যত বেশি পড়বে সে তত বেশি শিখবে এটাই স্বাভাবিক। কাজেই English Vocabulary বাড়াতে পড়ার কোন বিকল্প নেই। সময় পেলেই পড়তে বসে যান। আসলে এটাই ইংরেজি শেখার সহজ উপায়!
বড়জোড় পড়ার মাঝে কিছু নিয়ম ফলো করতে পারেন........................

2. কন্টেন্টঃআসলে আপনি সারাদিন Vocabulary Builder নিয়ে বসে থেকে (পড়েযে পরিমাণ শব্দভান্ডার বাড়াতে পারবেনতার চেয়ে অনেক বেশি শব্দার্থ শিখতে পারবেন যদি আপনি কোন গল্প কিংবা উপন্যাস পড়েন। এত ধৈর্য্য না থাকলে টেক্সট বইয়ের গল্পগুলো পড়তে শুরু করে দিন। ছোট ছোট আছেআবার আপনার পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। সেখানে যে সকল নতুন শব্দ দেখবেন তা ভালকরে লক্ষ্য করুন। এবার পুরো বাক্যটা আবার পড়ুন। আপনাকে খুব বেশি কাঠ-খোর পোড়াতে হবে না দ্রুতই ইংরেজি ভোকাবুলারি বাড়াতে পারবেন।



3. অনুশীলনঃবাহবেশতো ইংরেজি শব্দ শিখলেন। এবার কি করবেনঅবশ্যই ভুলে যাবেনউপায়আছে। ইংরেজি শব্দ যেমন শিখেছেন তেমন ব্যবহার করতে হবে। তাছাড়া সেই আগের অবস্থায় ফিরে যাবেন। তাই বাস্তব ক্ষেত্রে কাজে-কর্মে ব্যবহার করুন আপনার জানা শব্দগুলো। English Vocabulary বাড়বেই।


4. পথ তৈরী করুনঃ- অবাক হবেন নাহআমি আপনাকে গাড়ি চলাচলের রাস্তা তৈরী করতে বলছি নাহতবে শব্দ চলাচলের রাস্তা তৈরী করুন। একটা ইংরেজি শব্দ শেখার পর  শব্দের উদাহরণ দেখুন। এবার নিজেই কিছু উদাহরণ তৈরী করুন। এর চেয়ে ভাল উপায় আর কি হতে পারে ! একটা শব্দের কাছাকাছি আর কোন শব্দ জানা থাকলে সেটাকে মাথায় একই সাথে রেখে দিন। কাজে লাগবে 


5. মনে রাখার কৌশলঃ- শব্দ শেখাতো ভালই লাগেতাই নাআসলে শব্দ মনে রাখাই কঠিন। তারচেয়ে কঠিন কথা হলআপনাকে কেউ শব্দ মনে রাখার কৌশল শেখাতে পারবে না। একেকজনের কৌশল একেক রকম। কাজেই বুঝতেই পারছেন আপনার কৌশল আপনাকেই খুঁজে বের করতে হবে। যেমন-আমি একটা খাতা বানিয়েছিযেখানে আমার শেখা নতুন শব্দগুলো আছে। আবার সেগুলো মনে রাখার জন্য নিজেই কিছু লিখে রেখেছি যেমন-Abate মানে কমানো আমি ওখানে লিখে রেখেছি বেঁটে শব্দের সাথে মিল রেখেছি আবার উচ্চারণের সাথেও 


6. ফ্ল্যাশ কার্ডঃইংরেজি শিখবেনআর একটু কষ্ট করবেন না-তাতো হতে পারে নাহ :p প্রতিদিনের শেখা নতুন শব্দগুলো একটা কাগজে লিখে রাখুন। একপিঠে শব্দ অন্য পিঠে তার অর্থ। এবার এটা মানি - ব্যাগে কিংবা পকেটে রেখে দিন। অবসর পেলেই এক ঝলক দেখে নিন।


7. ডিকশনারিঃভয় নেই ভয় নেইডিকশনারি অনেকেই পড়তে কিংবা মুখস্ত করতে বলে আমি বলব না। জাস্ট যে শব্দ গুলোর মুখোমুখি হচ্ছেন  শব্দগুলো দেখে নিন আলসেমি না করে। আস্তে আস্তে কিন্তু সত্যি আপনার ইংরেজিতে দক্ষতা বাড়তে বাধ্য।


8. শব্দ নিয়ে খেলুনঃ-  যে অনেকে খেলে গান নিয়েগানের যেখানে শেষ হবে সেখানের শেষ বর্ণ দিয়ে একটা গান বলা লাগবে  আপনি খেলুন এরকম তবে শব্দ নিয়ে যেমনএকটা শব্দ যা দিয়ে শেষ হবে পরের শব্দ তাই দিয়ে শুরু হবে Take থেকে Eat থেকে Turn থেকে Night থেকে.... চলতে থাকুক।


9. ইংলিশ-ইঃ- ইংলিশ যখন শিখতেই চাচ্ছেনভাল করেই শিখুন। কাজেই খবর দেখুন ইংরেজিতেখবর পড়ুন ইংরেজিতে কর্মক্ষেত্রে ইংলিশ ব্যবহার করুন।


10. লজ্জ্বাঃ আহএতক্ষনে বুঝি কাজের কথা এল! 'লজ্জ্বা করেএই কথা কত জনই না আমাকে বলল। এই যে এত কিছু করতে আপনার লজ্জ্বা করে। এর চেয়ে কিন্তু লজ্জ্বার ব্যপার  টাকারো সাথে ইংরেজিতে কথা বলতে না পারা কিংবা ইংরেজি একটা বাক্য গঠন করতে গিয়ে আটকে পরা তাই লেগে থাকুন। বিজয় আসবেই





ad728

Blog Archive

Subscribe

Breaking News

Beauty

Contact Form

Name

Email *

Message *

Post Top Ad

Recent Posts

Love to travel!

Travel

Trend This Month

Popular